ন্যাশনাল লাইফে কাজ করে গোল্ড ম্যাডেল অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ কলেজ পাড়ার ইন্দ্র মোহন সূত্রধরের এক মাত্র সন্...
অনুষ্ঠানের গেষ্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এরিয়ার প্রধান মফিজুল ইসলাম ও সরাইল নাসিরনগর জোনের মনিটরিং অফিসার সুদীপ দত্তসহ অসংখ্য কমর্মতা কর্মচারী।
উক্ত অনুষ্ঠানে ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ পরিশোধ করা হয়। এসময় সারা দেশের সফল কর্মকর্তাদের মধ্যে ইউএস ডলারসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বিষয়ে দুলাল চন্দ্র সূত্রধর নিজেকে একজন বীমা শিল্পী দাবী করে বলেন, আমি বীমাটাকে একটা শিল্প মনে করি, তাই আমি আজ দাবী করতেই পারি আমি একজন সফল বীমা কর্মী,আমি মাঠ পর্যায় থেকে আজকের এই পযর্ন্ত আসতে পেরেছি আমার শ্রম ও সততা দিয়ে, তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে বীমার আওতায় আসার আহবান জানান।