সরাইল। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)'র সাবেক চেয়ারম্যান সরাইলের কৃতি সন্তান হাবিবুর রহমান মিলন এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স...
সরাইল।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)'র সাবেক চেয়ারম্যান সরাইলের কৃতি সন্তান হাবিবুর রহমান মিলন এর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ জুন) বিকালে সরাইল প্রেসক্লাব কার্যালয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির।
সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামসুল আলম, সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, ন্যাপ নেতা আব্দুল জব্বার, মাখন মিয়া, সংবাদকর্মী রফিকুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম।