Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে ৩৫ বছর দায়িত্ব পালন শেষে ইমামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও  ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের একজন ইমাম তিনি একটানা দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন শেষে এলাকাবাসী বি...

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও  ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের একজন ইমাম তিনি একটানা দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন শেষে এলাকাবাসী বিদায় সংবর্ধনা দেন।

বৃহস্পতিবার (২০জুন) সকাল ১১টায় পশ্চিম পাড়া স্থানীয় বাজারের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এ অনুষ্ঠানে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ কে বিদায় দেওয়া হয়। 

এলাকায় একজন ইমাম কে বিদায় জানাতে দূর দুরান্ত থেকে আসতে দেখেই প্রমাণ করে তিনি কতটা আপন ছিলেন এখানকার মানুষের কাছে। তাকে বিদায় দিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েকটি মাইক্রো ও পিকআপ চরে উনাকে পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগর নিজ বাড়িতে পৌছে দিয়ে আসে।

হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকায় ৩৫ বছর যাবৎ ইমামতি করেন।

উনি বার্দ্ধক্যজনিত কারণে এই এলাকা থেকে বিদায় নিয়ে চলে যান। উনার বিদায় বেলায় উনার ছাত্র ছাত্রী এলাকার মুরুব্বিরা আবেগ আপ্লূত হয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত তার ছাত্ররা ছুটে আসেন তার বিদায় বেলায় সম্মাননা জানাতে। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াগাঁও এলাকার ফজলুল হক মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন,নোয়াগাঁও এলাকার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ মো: সজল মৈশান, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মৈশান, বর্তমান ইউপি সদস্য শাহজাহান খাঁন, আবু বক্কর মৈশান, আলী আমজাদ, আনোয়ারুল ইসলাম খান, এড: নূরে আলম, ব্যাংকার নাইমুল ইসলাম মোতাইদ প্রমুখ। 

এসময় বক্তারা উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তারা ইমাম সাহেবের হাতে প্রায় দুই লক্ষ টাকা নগদ অর্থ তুলে দেন। এছাড়া সবসময় উনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।