ব্রাহ্মণবাড়ির সরাইলে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামিলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রোববার ২৩ জুন সকালে উপ...
ব্রাহ্মণবাড়ির সরাইলে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামিলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার ২৩ জুন সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা মিলিত হয়।পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শের আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: নাজমুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবদুর রাশেদ, এড জয়নাল উদ্দিন জয়, এড আশরাফ উদ্দিন মন্তুু, সরাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো, কাইকোবাদ, এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।