ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) বিকালে উপজেলার সদ...
ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের গার্ডের বাড়ি রাস্তার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর শশই এলাকার সামছু মিয়ার ছেলে সে পূর্ব কুট্টাপাড়া গ্রামের হাজ্বী রওশন আলীর মার্কেটে সিএনজির ইঞ্জিল মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সারোয়ার হোসেন ঘটনার সততা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারে সময় অজ্ঞাতমানা কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক থাকে মৃত্যু ঘোষণা করে। এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।