Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে মোটর সাইকেল কেনার ১দিন পর দুর্ঘটনায় নিহত আসিফ

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটর সাইকেল কেনার ১দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের এক যুবক(২৬)। বুধবার(৫ জুন) দুপুরে সরাইল-নাসিরনগর লাখ...

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটর সাইকেল কেনার ১দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের এক যুবক(২৬)।
বুধবার(৫ জুন) দুপুরে সরাইল-নাসিরনগর লাখাই  সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার মো. লিংকন মিয়ার বড় ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছে আসিফ। দেশে আসার পর থেকেই মোটর সাইকেল কিনতে চাই আসিফ। কোনো নিষেধ না শোনে মোটর সাইকেল কিনে দেওয়ার একের পর এক বায়না ধরে আসিফ। এক মাস পর গতকাল মঙ্গলবার (৪ জুন) আদরের বড় সন্তানকে মোটর সাইকেল কিনে দেন তার পিতা-মাতা।

মোটর সাইকেল কিনে দেওয়ার ১দিন পর আজ বুধবার(৫জুন) দুই বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে ঘুরতে বাড়ি থেকে বের হয় আসিফ। দপুরের দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আসিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।