ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৪২টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ৮ জুন) দুপুরের ...
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৪২টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ৮ জুন) দুপুরের দিকে অরুয়াইল ইউনিয়নের ভূমিহীন পরিবারের আয়োজনে অরুয়াইল ব্রিজের উত্তর পাশে মন্দিরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমিহীন পরিবারের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। তারা সকলেই হিন্দুধর্ম সম্প্রদায়ের সদস্য।শ্রী শ্রী মোহন লাল মন্দিরের সভাপতি বেনী মাধব রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
জয় শংকর চক্রবর্তী, দেব দাস সিংহ রায়, ঠাকুর ধন বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা, ক্ষীরুদ চন্দ্র ঘোষ, জনি আচার্য, শুভা সূত্রধর, সোনতী সূত্রধর সাবেক মেম্বার মনোরঞ্জন দাস, গোপন মাষ্টার, কৃরুধ চন্দ্র দাস, জয় সংকর, অষিম দাস, ঠাকুর ধব বিশ্বাস, অষিম ধর, নারায়ণ চক্রবর্তি প্রমুখ।
এবিষয়ে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, মোশাররফ হোসেন ভূইয়া বলেন, আমার ইউনিয়নে ৩ শতাধিক ভুমিহীন রয়েছে স্থানীয় ভুমি কর্মকর্তা ৫ জনকে তালিকা করে কর্তৃপক্ষের মাধ্যমে ভুমি দিয়েছেন, বাকিরা সবাই এখনো ভূমিহীন, আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই সবাই যেন ভূমিপায় সে ব্যবস্থা করার জন্য।