সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে অজুফা খাতুন (৫৪) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। রবিবার ( ৯ জুন ) বিক...
সরাইল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে অজুফা খাতুন (৫৪) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
রবিবার ( ৯ জুন ) বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত অজুফা খাতুন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ পূর্ব পাড়া এলাকার করিম আলীর স্ত্রী। তাঁর এক ছেলে তিন মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার করিম আলী স্ত্রী অজুফা খাতুনকে বাড়িতে একা রেখে পুত্র বধুকে সাথে নিয়ে নোয়াগাও ইউনিয়নের কুচনি গ্রামে
তার এক ভাতিজা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে যাওয়ার পরে বিকাল ৪টার দিকে তার ভাতিজা খবর দেয় চাচী ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা এসে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক অজুফা খাতুনকে মৃত্যু ঘোষণা করেন।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।