Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল ২০২৪-২৫ অর্থ বছরে পোনামাছ অবমুক্ত

    ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়। আজ মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়...

 

 ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কালিকচ্ছ ধরন্তী প্লাবনভুমিতে, উপজেলা পরিষদ পুকুর ও থানা পুকুরে ৩১২ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

এতে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মেজবাহ আলম ভূইয়া, মৎস্য কর্মকর্তা মো. মোকসুদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নৈফা জাহান, সরাইল সদর চেয়ারম্যান মো. আবদুল জব্বার, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ,  পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট মো. মনিরুল ইসলাম, অফিস একাউন্টে মো. জসিম উদ্দিন,  মৎস্যজিবি প্রতিনিধি দুর্গা চরন দাস প্রমূখ্য।