ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা'য় প্রশাসনের উদ্যোগে বিশ্বশিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। আজ (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ঘটিকায় উপজেলা নির্বাহ...
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা'য় প্রশাসনের উদ্যোগে বিশ্বশিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
আজ (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মেজবা উল আলম ভুইয়ার নেতৃত্তে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রথমেই উপজেলা সদর থেকে রেলিটি শুরু হয়ে শহীদ মিনার থেকে পুনরায় ফিরে গিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে সকলেই মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো,মাসুদুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার মো, নৌশাদ মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়।
বক্তব্য রাখেন, সরাইল প্রেসক্লাব,সরাইল উপজেলা শিক্ষক সমিতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ প্রাইমারি সহকারী শিক্ষক নুরুন্নাহার বেগম, প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, সহকারী শিক্ষক শাহিনুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো,শরীফ উদ্দিন,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,আনোয়ার হোসেন,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,রফিকুল ইসলাম মানিক,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইতি বেগম সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, মিডিয়া কর্মীসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।