এহসানুল হক রিপন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ায়দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। শুক্র...
এহসানুল হক রিপন স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ায়দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়।
ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি ও সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, বিশেষ অতিথি সাবেক মেয়র হাফিজুর রহমান (কচি মোলা), বিশেষ অতিথি এডভোকেট জুবায়ের আহমেদ শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষানিবীশ এডভোকেট তানিয়া আক্তার প্রভা, ক্রাইম রির্পোটার ইকবাল হোসেন, সদর থানা প্রতিনিধি মো: ইয়ার হোসেন, নবীনগর প্রতিনিধি আবদুল হাদি, সরাইল উপজেলার প্রতিনিধি তানিয়া সুলতানা
বিজয় নগর প্রতিনিধি নিরব চৌধুরী, আশুগঞ্জ প্রতিনিধি রোহান, নাসির নগর উপজেলা প্রতিনিধি মুনতাসির রেজা, ফটো সাংবাদিক মুসলিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে ভোরের চেতনা পত্রিকার বস্তুনিষ্ঠতা এবং উন্নয়নমূলক সংবাদ প্রকাশের প্রশংসা করেন। তারা বলেন, পত্রিকাটি শুধুমাত্র গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে, বরং এর মাধ্যমে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং দেশপ্রেমের চেতনাও ছড়িয়ে পড়ে।
এসময় বক্তারা পত্রিকাটির ধারাবাহিক সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার সাংবাদিক এহসানুল হক রিপন।
পত্রিকার প্রতি শুভকামনা জানিয়ে সবাই একযোগে ভোরের চেতনার আরও বড় সাফল্যের জন্য দোয়া করেন।