Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

কাতার মাইজারে সড়ক দুর্ঘটনায় সরাইলের যুবক নিহত আহত ৫

মোহাম্মদ মাসুদ, সরাইল: কাতারের মাইজার এলাকায় সিগনালে টার্নিং নেওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের যুবক আল আমিন মৃ...

মোহাম্মদ মাসুদ, সরাইল: কাতারের মাইজার এলাকায় সিগনালে টার্নিং নেওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের যুবক আল আমিন মৃত্যুবরণ করেছেন।

 শনিবার সকাল সাড়ে ৫টায় কর্মস্থলে যাওয়ার পথে নিহত হন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বৈশ্যমুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে আল আমিন।

দুর্ঘটনায় একি এলাকার অপরজন মোহাম্মদ মেহেদী গুরুতর আহত অবস্থায় হামাদ মেডিকেল হসপিটালে আইসিইউতে ভর্তি আছে।তাছাড়া আরো চারজন আঘাত প্রাপ্ত অবস্থায় চিকিৎসাধীন আছে।

নিহত আল আমিন জীবিকার তাগিদে ১৭ বছর আগে কাতারে পাড়ি জমান।তিনি ভিলার ব্যবসার পাশাপাশি কাতারে নিজস্ব কোম্পানি পরিচালনা করতেন।

নিহত আল আমিনের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

বাংলাদেশ দূতাবাস ও কাতারের সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের মরদেহ খুব শীগ্রই দেশে পৌছানোর কথা জানান নিকটস্থ স্বজনরা।