Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মেলনকে সফল করতে সরাইলে মিছিল

  মোহাম্মদ মাসুদ , সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি ) সন্ধ্যায়   উপজেলা বিএনপির ...

 

মোহাম্মদ মাসুদ, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায়  উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সরাইল উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিশাল মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সভা অনুষ্ঠিত হয়

সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মুহাম্মদ আলী, উপজেলা সরাইল সদর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন, এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক আহসানুল করিম রিপন ঠাকুর, আতিকুর রহমান, মোঃ ফজল মিয়া, শোয়েব, ছাত্রদল নেতা মিরওয়ালিদ প্রমুখ

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ এর সঞ্চালনায় বক্তব্য বলেন,
আগামীফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলনকে এবার যেকোনো মূল্যে সফল করার অঙ্গীকার করেন
দলীয় সকল কোন্দল ও দ্বন্দ্ব ভুলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলা বিএনপির এ সম্মেলনকে সফল করতেই হবে।
প্রায়-১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই সম্মেলন হতে যাচ্ছে। তবেসম্মেলনকে কেন্দ্র করে  জেলা বিএনপির  দুটি শক্তিশালী গ্রুপের চরম কোন্দলদ্বন্দ্বের কারণেনিয়ে দুবার বিএনপির জেলা সম্মেলন আহবান করেও শেষ মুহূর্তে স্থগিত করতে হয়েছে

আগামী ১ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো জেলা বিএনপির সম্মেলন ডাকা হয়। যা সফল করতেই আজ বুধবার সরাইল উপজেলা বিএনপির ওই মিছিল অনুষ্ঠিত হয়।