Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

দেশভাগের পর প্রফুল্ল পালদের কেউ আর আসেনি সাতপুরুষের জন্মভূমিতে

  মোহাম্মদ মাসুদ , জীবনের অর্জিত সম্পদে আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই বাড়িটি ক্রয় করেছিলেন বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেল...

 

মোহাম্মদ মাসুদ,
জীবনের অর্জিত সম্পদে আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই বাড়িটি ক্রয় করেছিলেন বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলার গিরিশ পাল।

গিরিশ পালের পর তার পুত্র প্রফুল্ল পালের প্রভাব প্রতিপত্তি এতোটাই বৃদ্ধি পায় ময়মনসিংহ থেকে ব্যবসার বিস্তার নিয়ে যায় কলকাতা শহরে।

গ্রাম বাংলা ও প্রিয় মাতৃভূমি ছেড়ে প্রফুল্লু পাল কখনো ই কলকাতা শহরে স্থায়ী হতে চাননি শেষ পর্যন্ত দেশভাগের সময় প্রিয় মাতৃভূমি ধলা ছেড়ে বাধ্য হন কলকাতা শহরে চলে যেতে।

দেশভাগের পর আজ অব্দি প্রফুল্ল পালদের কেউ আর আসেনি সাতপুরুষের জন্মভূমিতে হয়তো অভিমান আর কষ্টে ভুলে গেছে জন্মভূমির কথা।

এখনো টিকে আছে পাল বাড়ির দৃষ্টিনন্দন মূল ফটক, কাচারি, ভগ্নস্তুপে পরিণত অতিথিশালা,মন্দির, বাড়ির সামনে পিছনে ২টি পুকুর ও সুবিশাল মাঠ।