ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের আজাদ আলী (৬০) ও আমানত (৬০) নামের দু’জন নিহতের ঘটনা ঘটেছে। এই জিজ্ঞাসা বাদের জন্য চারজ...
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলী গংদের সাথে একই এলাকার মিসির আলির ছেলে আমানত আলী পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বসত ভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় ৮ বছর আগে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ও হত্যার ঘটনা ঘটেছিল। এতে মামলায় উভয় পক্ষের লোকজনরাই কারাবরণ করেছেন।
এ ঘটনায় গত ৮ বছরেরও বেশি সময় ধরে আজাদ গংরা গ্রামের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি আজাদ আলী গ্রামের বাড়িতে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে এতে ক্ষুব্ধ হয়ে উঠে প্রতিপক্ষ আমানত আলী গংরা।
এ ঘটনায় বাড়ির পাশে নিজের দোকান খুলতে যায় আজাদ। এসময় আকস্মিকভাবে আমানত আলির পক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও তাদের উপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় মিছির আলির ছেলে আমানত।
পরে আশঙ্কাজনক অবস্থায় আজাদ আলী ও আমানত কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনেরই মৃত্যু হয়।
এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।